পীরগঞ্জে সাংবাদিক রোজিনা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে:
প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার নেতৃত্বে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে পীরগঞ্জে মানব বন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।গতকাল বুধবার বেলা ২ টার দিকে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ওই কর্মসুচী হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলন,সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহিল বাকী বাবলু, গোলাম কবির বিলু,হাসান আলী সরকার,আমিনুল ইসলাম,বখতিয়ার রহমান,দৈনিক তিস্তা ও প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার মোস্তাফিজার রহমান,মোস্তফা রেজাউল করিম,অমিতাব বর্মনসহ আরো অনেকে। বক্তাগণ বলেন, সাংবাদিক নির্যাতনকারী কাজী জেবুন্নেছার দুর্নীতি,অনিময়ের মাধ্যমে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অবিলম্বে তার কালো টাকার সম্পদ বাজেয়াপ্তসহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হোক। সেইসাথে রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী করে সাংবাদিকদের এক কাতারে দাড়িয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।